লন্ডন হামলাকারীদের সঙ্গে ককটেলও ছিল

গত সপ্তাহে লন্ডনে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় হামলাকারীদের সঙ্গে ককটেলও ছিল। প্রথমে তারা একটি ট্রাক ছিনতাই করে হামলা চালাতে চেয়েছিল। কিন্তু এতে ব্যর্থ হয়ে তারা পথচারীদের ওপর ভ্যানগাড়ি তুলে দেয়। শনিবার মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, ফরেনসিক কর্মকর্তারা সাদা রঙের ভ্যানগাড়িটির মধ্যে ‘ন্যাকড়ায় প্যাঁচানো অবস্থায় ১৩টি মদের বোতল পেয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এগুলোর মধ্যে তরল দাহ্য ছিল। এছাড়াও গাড়িটিতে দুটি মশাল ছিল।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। গত শনিবার লন্ডন ব্রিজ এলাকায় তিন হামলাকারী পথচারীদের ওপর ভ্যানগাড়িটি তুলে দেয় এবং তারপর নকল সুইসাইড ভেস্ট পড়ে গাড়ি থেকে নেমে পথচারীদের ছুরিকাঘাত করে।
এতে আট জন নিহত ও ৪৮ জন আহত হয়। এ সময় পুলিশের গুলিতে হামলাকারী খুররাম শাহজাদ বাট, রশিদ রেদোয়ান ও ইউসেফ জাগবা নিহত হয়। পুলিশ জানায়, বাট হামলার কয়েক ঘন্টা আগে ৭.৫ টনের একটি ট্রাক ভাড়া করার চেষ্টা চালায়। কিন্তু ভাড়া পরিশোধ করতে ব্যর্থ হয়। কাউন্টার টেরোরিজম কমান্ডের প্রধান ডিন হাইডন সাংবাদিকদের বলেন, ‘অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় তিনি ট্রাকটি পাননি।’ তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে এরপর তিনি প্ল্যান বি অনুযায়ী ভ্যানটিকে ভাড়া করেন।’ ডিন বলেন, ‘বাট ৭.৫ টন ওজনের ট্রাকটি নিয়ে হামলা চালালে হতাহতের সংখ্যা বেড়ে যেত।’

No comments

Powered by Blogger.