চ্যাম্পিয়ন্স ট্রফিতে গড়া তালহার রেকর্ড এখনো অক্ষত

ক্রিকেটের অন্যতম আসর চ্যাম্পিয়ন্স ট্রফির কাউন্টডাউন চলছে। ইতিমধ্যে এই আসরে অংশগ্রহণকারীরা নিজ নিজ দল ঘোষণা করেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির সঙ্গে সমস্যার কারণে অবশ্য সবার শেষে দল ঘোষণা করে আসরের অন্যতম ফেবারিট দল ভারত। এসবের মধ্যেই আইসিসি তার অফিসিয়াল টুইটার পেজ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গড়া বাংলাদেশের একটি অনন্য রেকর্ড মনে করিয়ে দিয়েছে। আইসিসির ওই টুইট বার্তায় জানানো হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের রেকর্ড এখন পর্যন্ত টাইগার সদস্য তালহা জুবায়েরের দখলে।
২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ানডে অভিষেক হয় তালহার। ওই বছরেই শ্রীলংকার বিপক্ষে টেস্টে অভিষেক হয় তালহার, মাত্র ১৬ বছর বয়সে। শুরুটা ভালো হলেও বেশিদিন জাতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি তালহাকে। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি ২০০৪ সালে। ঘরোয়া আসরে ২০১৪ সালের পর আর কোনো ম্যাচ খেলেননি তালহা জুবায়ের। সাত টেস্ট খেলে তালহা পেয়েছেন ১৪ উইকেট। আর ছয় ওয়ানডেতে সংগ্রহ ছয়টি উইকেট। এছাড়া টেস্টে ব্যাট হাতে তার দারুণ একটি ইনিংস রয়েছে।

No comments

Powered by Blogger.