ব্যতিক্রমী গল্পে সুমাইয়া শিমু

টিভি পর্দার জনপ্রিয় তারকা সুমাইয়া শিমু। প্রায় দুই দশক ধরে সুনামের সঙ্গেই অভিনয় করে যাচ্ছেন এ তারকা। অভিনয়ের পাশাপাশি চালিয়ে নিয়েছেন উচ্চ শিক্ষার পর্বটাও। সম্প্রতি তিনি ব্যতিক্রমী এক গল্পের নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘তক্ষক’। জহির করিমের রচনায় এটি পরিচালনা করেছেন রাহাত মাহমুদ। নাটকটিতে একজন মেয়ের জীবনকে সামগ্রিক দৃষ্টিতে দেখানো হয়েছে। ছোট্ট একটা ঘটনা কীভাবে পুরোজীবনে ছাপ ফেলে, সেটিই উপস্থাপন করা হয়েছে এ নাটকে। এতে অভিনয় প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘দারুণ একটি গল্পের নাটক এটি।
এতে একটি মাত্র চরিত্র। দু-একজনের কণ্ঠস্বর শুধু শোনা যেতে পারে। তবে আমাকে ছাড়া আর কোনো চরিত্র দেখা যাবে না পর্দায়। কাজটি করার আগে আমি বেশ ভয়ে ছিলাম। অনেকবার মহড়া করেছি। পরিচালকসহ সংশ্লিষ্ট সবার জন্যই এটা ছিল একটি পরীক্ষামূলক কাজ। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’ শিগগিরই নাটকটি কোনো এক চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতাসূত্রে জানা গেছে।

No comments

Powered by Blogger.