উড়ুক্কু গাড়িতে সহায়তা টয়োটার

উড়ুক্কু গাড়ি বানাচ্ছে এমন একদল প্রকৌশলীকে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। কারটিভেটর নামের জাপানের এ দলটিকে ৪০ কোটি ইয়েন দেবে টয়োটা, বলা হয় বিবিসির প্রতিবেদনে। ব্যবসায়বিষয়ক জাপানি দৈনিক নিক্কেই-এর এক প্রতিবেদনে বলা হয়, টয়োটা ও এ গ্রুপের প্রতিষ্ঠানগুলো এ প্রকল্পের নীতিমালায় সমর্থন দিয়েছে। এখন পর্যন্ত কারটিভেটর তাদের কথিত ‘স্কাইড্রাইভ গাড়ি’ বানানোর জন্য অর্থ পেয়েছে। এ গাড়িতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হবে, এতে থাকবে তিনটি চাকা ও চারটির রোটর। ৯.৫ ফুট দৈর্ঘ্য ও ৪.৩ ফুট প্রস্থের এ গাড়িটি বিশ্বের সবচেয়ে ছোট উড়ুক্কু গাড়ি হবে বলে দাবি করা হচ্ছে। উড়ার সময় এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার হবে বলে ধারণা করা হচ্ছে, মাটি থেকে এটি ১০ মিটার উপরে উঠতে পারবে। স্কাইড্রাইভ গাড়িটি বানাতে কাজ করেছেন ৩০ জন স্বেচ্ছাসেবক। তারা আশা করছেন, ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠেয় গ্রীষ্মকালীন অলিম্পিক গেইমসে এ প্রটোটাইপ অলিম্পিক মশাল তুলে ধরতে ব্যবহৃত হতে পারে। ২০২০ সালের মধ্যে উড়ুক্কু গাড়ি আনতে চলতি বছর এপ্রিলে আশা প্রকাশ করেছে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান উবার।

No comments

Powered by Blogger.