বাদীকে তলব সময় পেলেন তদন্ত কর্মকর্তা

মৃত ব্যক্তি ও ২০ দিনের শিশুকে আসামি করে মামলা করায় এর ব্যাখ্যা চেয়ে মিরপুর মধ্য পাইকপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানকে তলব করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো. খুরশীদ আলম এ আদেশ দেন। মঙ্গলবার এ মামলায় চার্জশিট প্রদানকারী তদন্ত কর্মকর্তা মিরপুর থানার সাময়িক বরখাস্ত হওয়া সাব-ইন্সপেক্টর মারুফুল ইসলামের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার দিন ধার্য ছিল। এদিন অসুস্থতার কারণে তিনি সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত বাদীকে ২৩ মে ও তদন্ত কর্মকর্তাকে ২৮ মে হাজির হয়ে এর ব্যাখ্যা দেয়ার জন্য পরবর্তী দিন ধার্য করেন। আদালত সূত্র জানান, এজাহারভুক্ত আসামি মো. আরিফুর রহমান প্রায় চার বছর আগে মৃত্যুবরণ করেছেন।
আরেক আসামি মো. রুবেলের জন্ম গত বছরের ৬ জুন। অর্থাৎ ঘটনার সময় রুবেলের বয়স ছিল মাত্র ২০ দিন। শিশু সন্তানকে ৩০ বছর বয়সী দেখিয়ে মামলা করা হয়েছে। অভিযোগ রয়েছে, তদন্ত কর্মকর্তা সেই মামলা তদন্ত না করেই বাদীর কাছে প্রভাবিত হয়ে আদালতে চার্জশিট দেন। সূত্র আরও জানায়, গত বছরের ২৬ জুন মৃত ব্যক্তি ও নবজাতক শিশুসহ ২৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতদের বিরুদ্ধে চুরি ও মারামারির অভিযোগে মিরপুর থানায় মামলাটি করা হয়। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি এ চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটেও ওই ২৩ জনসহ অজ্ঞাতদের আসামি করা হয়।

No comments

Powered by Blogger.