সুন্দরবনের বনদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৪ সদস্য মুক্ত

সুন্দবন ও সুন্দরবন উপকুলবর্তী বঙ্গোবসাগরের জেলেদের কাছে মূর্তমান আতংক আত্নসমর্পনকারি বনদস্যু আলিফ ও কবিরাজ বহিনীর ২৪ সদস্য মুক্তি পেয়েছে। বুধবার দুপুরে বনদুস্যরা বাগেরহাট কারাগার থেকে মুক্তি পান। মঙ্গলবার বনদস্যুদের পক্ষে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে শুনানী শেষে আদালতের বিচারক ফজলুল হক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। আলিফ বাহিনীর প্রধান আলিফ এর নামে অন্য মামলা থাকায় বাহিনী প্রধান আলিফ ছাড়া বাকি ২৪ সদস্য কারাগার থেকে মুক্তি পেয়েছে। উল্লেখ্য গেল মাসের ২৯ তারিখ পটুয়াখালীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের হাতে ৩১ টি অস্ত্র ও ১ হাজার ১ শ ১০ রাউন্ড গুলি জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে বনদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্য আত্মসমর্পণ করে।
একইদিন বিকেলে র‌্যাব-৮ এর ডিএডি মো.আমজাদ হোসেন বাদি হয়ে দস্যুতা ও অস্ত্র আইনে বনদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্যের নামে শরনখোলা থানায় মামলা দায়ের করেন। রবিবার বিকেলে শরনখোলা থানা পুলিশ ওই মামলায় তাদের আদালতে হাজির করলে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। কারাগার থেকে মুক্ত আলিফ ও কবিরাজ সুন্দরবনের আতœসমার্পনকারী ১১ ও ১২ তম বনদস্যু বাহিনী । এর আগে বাকি ১০ টি বাহিনীর সদস্যরাও জামিনে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে।

No comments

Powered by Blogger.