দুই ভাইকে নিয়ে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে সেলিম

রাজধানীর বনানীর আবাসিক হোটেলে দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাফাতের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমদ সেলিম শুল্ক গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হয়েছেন। বুধবার দুপুরের দিকে দুই ভাই গোলজার আহমেদ ও আজাদ আহমেদকে নিয়ে তিনি রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হন। এছাড়া আবাসিক হোটেল 'দ্য রেইন ট্রি'র মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে তাদের আইনজীবী জাহাঙ্গির কবির হাজির হয়েছেন। তিনি হোটেলটির মালিক অসুস্থ জানিয়ে তার উপস্থিত হওয়ার বিষয়ে এক মাসের সময় আবেদন করেন। গত সোমবার অবৈধভাবে স্বর্ণ ও ডায়মন্ড রাখার দায়ে আপন জুয়েলার্সের মালিক ও বিদেশি মদ রাখায় বনানীর হোটেল রেইন ট্রির মালিককে তলব করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এর আগে রোববার আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে ও রেইনট্রি হোটেলে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। অভিযানে আপন জুয়েলার্সের মৌচাক, উত্তরা, জিগাতলার সীমান্ত স্কয়ার এবং গুলশানের দুটি বিক্রয় কেন্দ্র থেকে প্রায় তিনশ’ কেজি সোনা ও হীরার গহনা জব্দ করা হয়। আপন জুয়েলার্সের দলিলাদির সঙ্গে স্বর্ণালঙ্কারের গরমিল রয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পায় সংস্থাটি। ফলে রাতে অভিযান শেষে পাঁচটি শোরুম সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এছাড়া বিদেশী মদ রাখার দায়ে রেইনট্রির হোটেলের ব্যবস্থাপনা পরিচালককে সমন দেয়া হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

No comments

Powered by Blogger.