উ. কোরিয়ার তেজস্ক্রিয় বোমা জাপানকে ঝলসে দিবে

পিয়ংইয়ং টোকিওর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কোরিয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে তেজস্ক্রিয় মেঘমণ্ডলীতে প্রথমেই ঝলসে যাবে জাপান। উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত দৈনিক রোডং সিনমুন এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এতে বলা হয়েছে, জাপানে মার্কিন কয়েকটি ঘাঁটি রয়েছে এবং কোরিয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে অন্য যে কোনো দেশের আগে তেজস্ক্রিয় মেঘমণ্ডলীতে প্রথমেই যে দেশ ঝলসে যাবে সেটি হলো জাপান।
এতে আরো বলা হয়েছে, নিজ স্বার্থ সম্পর্কে যদি সত্যিই সচেতন হয় তবে শান্তিপূর্ণ ভাবে উত্তেজনা নিরসনের চেষ্টা করা উচিত জাপানের। এ ছাড়া, জাপানকে অতীতের পরমাণু বোমা হামলার অভিজ্ঞতার কথাও এতে স্মরণ করিয়ে দেয়া হয়েছে। বলা হয়েছে, পরমাণু বোমার অভিজ্ঞতা বিশ্বে একমাত্র জাপানেরই আছে। পরমাণু বোমার অভিজ্ঞতার কতটা ভয়াবহ তা অন্যের চেয়ে জাপান বেশ ভালো করেই জানে বলে দৈনিকটি উল্লেখ করেছে। সূত্র : ওয়েবসাইট

No comments

Powered by Blogger.