কুমিল্লা বোর্ডে সর্বনিম্ন পাশের হার

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার(এসএসসি) ফলাফল প্রকাশ হয়েছে। এ বছর পাশের হার শতকরা ৫৯ দশমিক ০৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪শ ৫০ জন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। ২০১৩ সালের পাশের হার ৯০ দশমিক ৪১ ভাগ,২০১৪ সালের পাশের হার ৮৯ দশমিক ৯২ ভাগ, ২০১৫ সালের পাশের হার ৮৪ দশমিক ২২ ভাগ,২০১৬ সালের পাশের হার ৮৪ ভাগ। গত ৫ বছরে এই বছরের পাশের হার সর্বনিম্ন।গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬হাজার ৯শত ৫৪ জন।শত ভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান ১৪টি।
কুমিল্লা বোর্ড কর্তৃক প্রাপ্ত ফলাফল বিবরণী সূত্রে জানা যায়, এ বছর বোর্ডের ৬ জেলার ১ লাখ ৮২ হাজার ৯শত ৭৯জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয় ১ লাখ ০৮ হাজার ১শত ১১ জন। বালক পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ হাজার ১ শত জন। উত্তীর্ণ হয় ৪৯ হাজার ৪শ ৫৬ জন। পাশের হার ৫৯ দশমিক ৫১ ভাগ। বালকদের মধ্যে জিপিএ- ৫ প্রাপ্তের সংখ্যা ২হাজার ২শত ৯৭ জন। বালিকা পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৮ শত ৭৯ জন । উত্তীর্ণ হয় ৫৮ হাজার ৫শ ৫৫ জন। পাশের হার ৫৮ দশমিক ৬৩ ভাগ। জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ২ হাজার ১শত ৫৩ জন।

No comments

Powered by Blogger.