চীনে ধূলিঝড়, বেশ কয়েকটি ফ্লাইট বাতিল

চীনের উত্তরাঞ্চল ও বেইজিং প্রচণ্ড ধূলিঝড়ে ঢেকে গেছে। এতে কর্তৃপক্ষ বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে এবং শিশু ও বয়স্কদের বাড়ির ভেতরে থাকার আহবান জানানো হয়েছে। ধূলিঝড়ের কারণে রাজধানীর ভবনগুলো ধূসর আবরণে ঢেকে গেছে এবং ঘরের বাইরে বের হওয়া লোকজনকে মাস্ক পরে নাক-মুখ ঢেকে চলাফেরা করতে দেখা যাচ্ছে।
বেইজিং ক্যাপিটাল এয়ারপোর্টের ওয়েবসাইটে বলা হয়, এশিয়া ও রাশিয়ার আন্তর্জাতিক রুটের ছয়টিসহ কমপক্ষে ২৭ ফ্লাইট বাতিল করা হয়েছে। উল্লেখ্য, চীনের উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা বাতাসের কারণে বসন্তে প্রায়ই এ ধরনের ঝড় হয়ে থাকে। কেননা, এ বাতাস গোবি মরুভূমি থেকে নগরীর ওপর দিয়ে বয়ে যায়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ধূলিঝড়ের কারণে সকালের দিকে রাজধানী বেইজিংয়ে এক কিলোমিটারের কম দূরত্বেও কিছুই দেখা যাচ্ছিল না।

No comments

Powered by Blogger.