সিলেট বোর্ডে পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ

সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮০ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬৬৩ শিক্ষার্থী। ছেলে ১ হাজার ৪শ ২৭ ও মেয়ে ১ হাজার ২শত ৩৬ জন। মোট পাস ৭৫ হাজার ৩৭৪ জন।
বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষাবোর্ড সচিব মোস্তফা কামাল আহমেদ। তিনি বলেন, এবার সিলেট শিক্ষাবোর্ড থেকে পরীক্ষা দেয় ৯৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। মোট পাস করে ৭৫ হাজার ৩৭৪ জন। ফেল করে ১৮ হাজার ৫৪১ জন।

No comments

Powered by Blogger.