কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহর অবনমন



রান খরা আর বাজে পারফরমেন্সের কারণে অন্যতম টাইগার সদস্য মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থান এখন বেশ নড়বড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তার গ্রেডিং নেমে গেছে এক ধাপ। গত কয়েক বছর ‘এ প্লাস’ গ্রেডে থাকা মাহমুদউল্লাহ এবার নেমে এসেছেন ‘এ’ গ্রেডে। মূলত পারফরম্যান্স, অভিজ্ঞতা এবং দলে কতটা গুরুত্বপূর্ণ বিবেচনা করে ক্রিকেটারদের গ্রেডিং করে থাকেন নির্বাচকরা। গত কয়েক বছর ভালোই করেছিলেন মাহমুদউল্লাহ। ২০১৫ বিশ্বকাপে গড়েছিলেন ইতিহাস। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন ক্রিকেটের সেরা আসরে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর নিয়মিত রান করে টেস্ট আর ওয়ানডে দলে তিনি হয়ে উঠেছিলেন অন্যতম নির্ভরতার প্রতীক।
তবে সবশেষ ৬ টেস্টের ১২ ইনিংসে তার মোট রান ৩০৩, গড় ২৫.২৫। এই ১২ ইনিংসে হাফসেঞ্চুরি মাত্র একটি, গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ৬৪। ক্রমাগত ব্যর্থ হওয়ার কারণে মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ‘ঐতিহাসিক’ শততম টেস্টের স্কোয়াডেই ছিলেন না তিনি। গত সেপ্টেম্বর-অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে করেছিলেন ৬২, ২৫ ও অপরাজিত ৩২ রান। এরপর ইংল্যান্ডের সঙ্গে প্রথম দুই ম্যাচে ২৫ ও ৭৫ রানের ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। কিন্তু এরপর থেকে তিনি ব্যর্থতার বৃত্তে বন্দি।

No comments

Powered by Blogger.