পান ব্যবসায়ীকে দু’চোখ উপড়ে হত্যাচেষ্টা

মাদারীপুরের কালকিনিতে সুমন বাহিনীর সদস্যরা এক পান ব্যবসায়ীর দু’চোখ উপড়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই ব্যবসায়ীকে কালকিনির সীমান্তবর্তী শরীয়তপুর জেলার গজারিয়া গ্রাম থেকে পুলিশ উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করে। ওই পান ব্যবসায়ী কবির মৃধার বাড়ি উপজেলার বাঁশগাড়িতে। ব্যবসায়ীর স্বজনরা জানায়, বিকালে কালকিনির খাসেরহাট বন্দর থেকে পানের চালান নিয়ে ঢাকাগামী লঞ্চে ওঠেন কবির মৃধা। লঞ্চটি সন্ধ্যা ৭টার দিকে বরিশালের মুলাদী উপজেলার সফিপুর লঞ্চঘাটে থামলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সুমন বাহিনীর সন্ত্রাসীরা তাকে অপহরণ করে।
পরিবারের লোকজন পুলিশকে অবহিত করলে বরিশালের মুলাদী ও শরীয়তপুরের গোসাইরহাট এবং মাদারীপুরের কালকিনি থানা পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালায়। কালকিনির বাঁশগাড়ি সংলগ্ন শরীয়তপুরের গজারিয়া গ্রামের মাঠে বসে চোখ উত্তোলন করে হত্যা চেষ্টার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ও পরে রাত ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ কবির মৃধাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

No comments

Powered by Blogger.