গণতন্ত্র রক্ষায় সাহসের সঙ্গে কাজ করতে বললেন খালেদা

গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের সুশৃংখল এবং দৃঢ় সাহসিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাতে চেয়ারপাসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নব গঠিত কমিটির (আংশিক) নেতারা বিএনপি চেয়ারপারসনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপি'র যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবীব উন নবী খান সোহেল, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,
নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সহ সভাপতি সাদরাজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, দক্ষিণের সভাপতি এস এম জিলানী, উত্তরের সাধারণ সম্পাদক গাজী মো. রেজোয়ান হোসেন রিয়াজ ও দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

No comments

Powered by Blogger.