পরমাণু মিসাইল নিক্ষেপ ভারতের

ভারত-পাকিস্তান অশান্তির মাঝেই ফের একটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করল ভারত। বৃহস্পতিবার সকাল ১০ টা ২২ মিনিটে এই অগ্নি-২ মিসাইলের সফল উৎক্ষেপণ করে ভারত। ওড়িশার উপকূলে এপিজে আব্দুল কালাম আজাদ আইল্যান্ড থেকে ছোঁড়া হয় ওই মিসাইল। এই পরমাণু অস্ত্রের রেঞ্জ ২০০০ কিলোমিটার।
এটি আকারে ২০ মিটার লম্বা, ওজন ১৭ টন। ১০০০ কেজি ওজনের গোলা-বারুদ নিয়ে ২০০০ কিলোমিটার গিয়ে আঘাত করতে পারে এটি। এই মিসাইল তৈরি করেছে ডিআরডিও। এর আগে পরীক্ষা করা হয়েছে অগ্নি-২। অগ্নি-৩-এ রয়েছে মোবাইল লঞ্চ ক্যাপাবিলিটি। মাল্টি স্টেজিং, স্টেট অফ আর্ট কন্ট্রোল, ফ্লাইট ট্রায়াল সবটাতেই সফল হয়েছে অগ্নি-৩।

No comments

Powered by Blogger.