সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর তুর্কি ক্ষেপণাস্ত্র হামলা!

তুরস্কের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা ইলনোর সেভিক বলেছেন, কুর্দি বাহিনীর সঙ্গে তৎপর মার্কিন সেনাদের ‘দুর্ঘটনাবশত’ তুর্কি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার আশংকা উড়িয়ে দেয়া যায় না। উত্তরাঞ্চলীয় সিরিয়ার পরিস্থিতির ওপর মন্তব্য করতে যেয়ে এ কথা বলেন তিনি। তুরস্কের মিডিয়া ব্যক্তিত্ব একরান তানের সঙ্গে তুর্কি একটি স্থানীয় বেতারে আলাপের সময় এ কথা বলেন তিনি।
উত্তরাঞ্চলীয় সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে কথা বলতে যেয়ে এ আশংকা ব্যক্ত করেন। তিনি বলেন, ওই এলাকায় মার্কিন সাঁজোয়া গাড়ি রয়েছে। তুর্কি সেনারা যদি আরো এগিয়ে যায় তবে দুর্ঘটনাবশত কয়েকটি ক্ষেপণাস্ত্র হয়ত মার্কিন সাঁজোয়া গাড়িতে আঘাত করতে পারে। তার এ কথা শুনে হতবাক হয়ে যান তান এবং বলেন, ওই এলাকার পরিস্থিতি সত্যিই খুব জটিল তবে আপনি বোধহয় একটু কঠোর মন্তব্য করেছেন। এতেও নিজ কথা ফিরিয়ে নেননি সেভিক। উল্টো তিনি বলেন, সত্যিই যদি এ রকম কিছু ঘটে তবে কী করার আছে।! সূত্র : ওয়েবসাইট

No comments

Powered by Blogger.