সবচেয়ে বড় আপডেট আসছে পরবর্তী আইফোনে

ধারণা করা হচ্ছে অ্যাপলের ডিভাইসে সবচেয়ে বড় আপডেট আসছে পরবর্তী আইফোনে। শোনা গেছে, আইফোন ৮-এর সামনে পুরোটাই নতুন ওএলইডি ডিসপ্লে থাকবে। আর এটি বাস্তব হলে বাদ দিতে হবে আইকনিক হোম বাটন বা টাচ আইডি। তাহলে সেখানে কী আসবে? বাস্তবে কী হবে সেটি কেউ জানে না, অ্যাপল জানে। তবে নতুন আইফোন ধারণা থেকে সম্ভাব্য একটি ফিচারের সম্ভাবনা দেখা গেছে। আইড্রপনিউজে প্রকাশিত ছবিতে দেখা গেছে, আইফোন ৮-এ নিচে হোম বাটনের পরিবর্তে ‘ফাংশন এরিয়া’ কিংবা ‘টাচ বার’ থাকবে। ম্যাকবুক প্রোর টাচ বারের মতো এ ফাংশন এরিয়াতে অ্যাপস অনুযায়ী ভিন্ন বাটন থাকবে।
সম্প্রতি কেজিআই সিকিউরিটিজ অ্যানালিস্ট মিং-চি কু এ বিবরণ দেন। তাৎক্ষণিকভাবে ফোন লক থাকা অবস্থায় একটি ভার্চুয়াল হোম বাটন. ফোন অ্যাপে কল গ্রহণ বা বাতিল করা, মিউজিক/ভিডিও অ্যাপের প্লেব্যাক কনট্রোল এবং আরও কিছু দেখাবে। এছাড়া মেনু বার ফাংশন এরিয়াতে ঠাঁই পাবে। পাশাপাশি ফটো এডিটিং ফিচার যেমন ক্রপ-রোটেশন টুলসও এখানে কার্যকরী হবে। নতুন ডিসপ্লের পাশাপাশি পেছনে ডুয়াল ক্যামেরা থাকতে পারে বলে শোনা গেছে। এআর/ভিআর হেডসেটের সুবিধার্তে ওপর নিচের পরিবর্তে পাশাপাশি বসানো হতে পারে ক্যামেরা দুটি। থাকতে পারে ওয়্যারলেস চার্জিং সুবিধাও। -ম্যাশেবল অবলম্বনে রুদ্র মাহমুদ

No comments

Powered by Blogger.