ঝিনাইদহের 'জঙ্গি আস্তানা'র অভিযান সমাপ্ত

ঝিনাইদহের সদর উপজেলার লেবুতলার 'জঙ্গি আস্তানা'র অভিযান আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা  করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, দ্বিতীয় দিনের অভিযানে বাড়ি থেকে ইলেকট্রিক ডিভাইস ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এছাড়া আটক জেএমবি সদস্য শামীমের মাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান ডিআইজি দিদার আহমেদ। এর আগে সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযান শুরু করে। এদিন মূলত বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমা নিষ্ক্রিয়ের কাজ করে। সকাল থেকে মোট ৮টি বোমা নিষ্ক্রিয় করা হয়। রোববার ঢাকায় সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, ৫ মে শামীম নামে নব্য জেএমবির এক জঙ্গিকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতেই ঝিনাইদহের দুটি আস্তানায় অভিযান পরিচালিত হয়।

No comments

Powered by Blogger.