রংপুরে যুবদল ও ছাত্রদলের ১১ নেতার জামিন নামঞ্জুর : কারাগারে প্রেরণ

বিভিন্ন নাশকতার মামলায় রংপুরে মহানগর যুবদল সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন। আদালত সূত্রে প্রকাশ, হরতাল অবরোধের সময় নাশকতার বিভিন্ন মামলায় সোমবার দুপুরে রংপুর জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন রংপুর মহানগর যবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, রংপুর জেলা ছাত্রদল সভাপতি মনিরুজজামান হিজবুল, সহ-সভাপতি আশরাফুল আলম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতারি মুন্না,
মহানগর ছাত্রদল সহ-সভাপতি নোমান হারুন, ১৫ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আতিকুল ইসলাম রানু, রংপুর সরকারী কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাজু আহমেদ, শহর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পদক রেজাউল ইসলাম রাবু, ছাত্রদল নেতা মুরাদ মিয়া ও রাশেদুল ইসলাম রকেট। এসময় আদালতের বিচারক হুমায়ুন কবির শুনানী শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় সেখানে জেলা যুবদল সভাপতি নাজমুল ইসলাম নাজু, মহানগর সভাপতি মাহফুজ উন নবী ডনসহ যুবদলেরর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফতার উদ্দিন জানান, ‘এসব নেতার বিরুদ্ধে ৮ থেকে ১২টি পর্যন্ত বিভিন্ন ধরনের আজগুবি নাশকতার মামলা রয়েছে। এসব মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানীমূলক মামলা। এই মামলায় সকল আসামি জামিনে থাকায় আমরা আশা করেছিলাম জামিন হবে। কিন্তু সেটি হলো না। উচ্চ আদালতে আপিল করবো।

No comments

Powered by Blogger.