পোশাক শিল্পে একর্ডের ৬৫টি কারখানার সংস্কার সম্পন্ন

একর্ডের চার বছরে বাংলাদেশের পোশাক শিল্পের কর্মক্ষেত্রে নিরাপত্তায় উন্নতি করেছে বলে জানিয়েছে। চার শতাধিক বেশি কারখানায় ৯০ শতাংশের বেশি সংস্কার হয়েছে। তবে মাত্র ৬৫টি কারখানায় সংস্কার সম্পন্ন হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে এই সংস্কার ও একর্ডের চার বছরের কার্যক্রম নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এইসব তথ্য জানান, সংস্থার নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা পরিদর্শক রব ওয়েস। উপস্থাপনা দেন, হেড অব পাবলিক এ্যাফেয়ার্স ও স্টেকহোল্ডার এনগেজমেন্ট ইয়্যোরিস ওল্ডেনজিল। উপস্থিত ছিলেন কাওসার আকিল, শামামা নওশীন ইয়ামিন, মোহাম্মদ শফিকউদ্দিন।
একর্ড জানায়, ৩১৫টি কারখানা তারা বন্ধ করার পর এখন ১৬৫৫টি কারখানা আছে তাদের অধীনে। ৭৮ শতাংশ কারখানা তারা পরিদর্শন করেছৈ। ৩ শ'টি কারখানায় যৌথ শ্রমিক মালিক পক্ষের নিরাপত্তা কমিটিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ৭৭ শতাংশ বেশি কারখানায় প্রাথমিকভাবে আগুন, বৈদ্যুতিক ও কাঠামোগত নিরাপত্তা পরিদর্শন করা হয়েছে। একর্ড যেহেতু শেষ বছরে পদার্পণ করেছে, তাই প্রধান লক্ষ্য যত বেশি কারখানায় সম্ভব নিরাপত্তা কমিটি গঠন করা। নিরাপত্তা প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করা।

No comments

Powered by Blogger.