উত্তর কোরিয়ায় মার্কিন নাগরিক আটক

‘রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা কেসিএনএ জানায়, গত ৬ মে কিম হ্যাক সংকে আটক করা হয়। তিনি পিয়ংইয়ং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। সংশ্লিষ্ট সংস্থা কিমের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত শুরু করেছে। কিমকে উদ্বৃত করে বার্তা সংস্থা রয়টার্স আগে জানিয়েছিল,
কিম নিজেকে খ্রিস্টান ধর্মের প্রচারক দাবি করতেন এবং তার ওই বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষামূলক খামার চালুর পরিকল্পনা ছিল। মার্কিন পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা জানান, তারা উত্তর কোরিয়ায় মার্কিন নাগরিকের আটকের বিষয়ে নজর রাখছেন। এ ব্যাপারে পিয়ংইয়ংয়ে সুইডিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হবে। উত্তর কোরিয়ায় সুইডিশ দূতাবাস থেকে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো পরিচালনা করা হয়। এর আগে আরও তিনজন মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের এসব আটকের ঘটনাকে দাবার গুটির চাল হিসেবে বর্ণণা করেছে যুক্তরাষ্ট্র।

No comments

Powered by Blogger.