পবিত্রতা রক্ষায় দ্বীপে নারী নিষিদ্ধ

পৃথিবীর দু’একটি গ্রাম রয়েছে যেখানে পুরুষ প্রবেশ নিষেধ। তাই বলে পুরো একটি দ্বীপে কোনো নারী থাকবে না বা নারীদের প্রবেশ করতে দেয়া হবে না তা বোধ হয় শোনেননি। এমনটাই হচ্ছে জাপানের দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থিত দ্বীপ ওকিনোশিমাতে। ওই দ্বীপটিকে 'এতটাই পবিত্র মানা হয়' যে, এখানে মহিলাদের পা ফেলতেই দেয়া হয় না। দ্বীপটিতে সমুদ্রের দেবীর সম্মানে মুনাকাতা তাইশা ওকিটসুমিয়া নামে একটি মন্দির আছে। জাহাজের নিরাপদ যাত্রার জন্য এখানে নানা রকমের আচার অনুষ্ঠান পালিত হতো।
এ দ্বীপকে পুরুষদের প্রবেশ করতে হলেও তাদের প্রথমে উলঙ্গ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। তাছাড়া এ দ্বীপে আগতরা কী দেখলেন তার বিবরণ কাউকে কখনও বলতে পারবেন না- এমন আরও শর্ত রয়েছে দ্বীপটি ভ্রমণে। স্থানীয় পত্রিকা আশাহি শিম্বুন বলছে, ওই দ্বীপে যারা যাবেন তারা সেখান থেকে কোনো স্মৃতিচিহ্ন নিয়ে আসতে পারবেন না, এমনকি একটি ঘাসের টুকরোও নয়। এই দ্বীপটিকেই বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে ইউনেস্কোর একটি উপদেষ্টা দল। আগামী জুলাই মাসে সিদ্ধান্ত নেয়া হবে পরামর্শ গ্রহণ বিষয়ে। তবে দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করলেও নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এমন সম্ভাবনা খুবই কম। ওই মন্দিরের একজন কর্মকর্তা জানান, ‘এটি বিশ্ব ঐতিহ্যের অংশ হলেও এ নিষেধাজ্ঞা উঠবে না।’

No comments

Powered by Blogger.