এমপি রানার জামিন চার মাস স্থগিত

আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন চার মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার রানার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর এমপি রানার পক্ষে শুনানি করে আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও রোকন উদ্দিন মাহমুদ।
গত ১৩ এপ্রিল ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের এমপি আমানুর রহমান খান রানার জামিন দিয়েছিলেন হাইকোর্ট।হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে। প্রসঙ্গত, ২০১৩ সালের ১৮ জানুয়ারি আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে গুলি করে হত্যা করা হয়। তিন দিন পর তার স্ত্রী টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। এ মামলায় গত বছরের ৩ ফেব্রুয়ারি আমানুর রহমান খানা রানা, তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পলাতক থাকার পর গত বছরের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করেন এমপি রানা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

No comments

Powered by Blogger.