ডাইনোসরের বৃহত্তম পায়ের ছাপ অস্ট্রেলিয়ায়

এখন এটি অস্ট্রেলিয়ার ভূখণ্ড। এই প্রথম ডাইনোসরদের পায়ের ছাপের হদিস পাওয়া গেল এখানেই। ১০ কোটি বছর আগে তারা দাপিয়ে বেড়াত। ডাইনোসররা লম্বায় দীর্ঘদেহী মানুষের উচ্চতার সমান, ৫ ফুট ৯ ইঞ্চি। এদের গলা ছিল খুব লম্বা। কিন্তু মুখ ছিল হাঁসের চঞ্চুর মতো। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, পশ্চিম অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলে এমন ২১ প্রজাতির ডাইনোসর একই সঙ্গে থাকত বলে মনে করছেন বিজ্ঞানীরা।
কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, ডাইনোসরদের এত বড় পায়ের ছাপের সন্ধান এর আগে পৃথিবীর কোনো প্রান্তেই মেলেনি। অনেকটা ক্রেটেসিয়াস যুগের সেরেঙ্গেটিদের মতো। পশ্চিম অস্ট্রেলিয়ার ওয়ালমাডানির সমুদ্র উপকূলে ১৫ মাইল এলাকাজুড়ে (মানচিত্রে যে এলাকাকে ‘জেমস প্রাইস পয়েন্ট’ বলা হয়) ডাইনোসরদের এ রকম হাজার হাজার পায়ের ছাপের খোঁজ পাওয়া গেছে।

No comments

Powered by Blogger.