সন্দ্বীপে নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপে সি-ট্রাক থেকে যাত্রী নামাতে গিয়ে নৌকাডুবির ঘটনায় এক নারীসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপ্তাছড়া ঘাটে এ নৌকাডুবির ঘটনা ঘটে। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে রাত ২টার দিকে তিনজন এবং সোমবার সকালে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও শিশুসহ অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি, কোস্টগার্ড, জেলা প্রশাসন ও স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছেন। কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক যুগান্তরকে জানান,
চট্টগ্রামের কুমিরাঘাট থেকে ছেড়ে আসা একটি সি-ট্রাক গোপ্তাছড়া ঘাটে নোঙর করে। এ সময় যাত্রী নিতে ছোট আকারের একটি নৌকা সি-ট্রাকের কাছে যায়। সেখান থেকে যাত্রীরা ওঠার সময় প্রচণ্ড ঢেউ ও সি-ট্রাকের ধাক্কায় ৪০/৪৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় ২৫ জনকে উদ্ধার করা গেলেও অন্যরা স্রোতে ভেসে যায়। রাতেই তিনজনের এবং সোমবার সকালে আরও এক লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান লে. কর্নেল ওমর ফারুক।

No comments

Powered by Blogger.