'অর্ধেক মার্কিনি মনে করেন ট্রাম্প উন্মাদ ও বদমেজাজি'

আমেরিকানেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উন্মাদ’ ও ‘বদমেজাজি’ লোক হিসেবে মনে করেন। ওয়াটারগেট কেলেঙ্কারির সময়কার প্রেসিডেন্ট নিক্সনের কৌঁসুলি জন ডিন এ কথা বলেন। ট্রাম্পের শাসনামল যুক্তরাষ্ট্রের জন্য দুর্যোগের ঘনঘটা বলেও মনে করেন তিনি। স্কাই নিউজকে তিনি বলেন, ‘আমার মনে হয় মোট জনসংখ্যার অর্ধেক মানুষই এ ব্যাপারে নিশ্চিত নন যে তিনি উন্মাদ নাকি পুরোপুরি বদমেজাজি লোক। তারা জানেন না তিনি কী করছেন। ৪০ শতাংশ লোককে তার ব্যাপারে খুশি মনে হচ্ছে কিংবা তার কাজ সমর্থন করেন। আর বাকি ১০ শতাংশ হয়তো বুঝতে পারছেন না কিংবা এ নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। অদ্ভুত একটি সময় চলছে এখানে।’
১৯৭০-এর দশকে মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের সময় কৌঁসুলি হিসেবে কাজ করেছেন ডিন। এফবিআইয়ের মতে, তিনিই ছিলেন ওয়াটারগেট কেলেঙ্কারির মূল হোতা। ডিন মনে করেন, বর্তমান প্রেসিডেন্টের ‘মনোযোগের ঘাটতি ও শৃঙ্খলার অভাব’ রয়েছে এবং পেশাদার হয়ে ওঠার কোনো চেষ্টাও নেই তার মধ্যে। তিনি বলেন, ‘এ দিক থেকে আমি মনে করি দুর্যোগের প্রকাশ পাচ্ছে ক্রমেই। প্রতিদিন ঘুম থেকে উঠে এটা দেখে খুশি হই যে, তিনি বিশ্বের কোনো প্রান্ত উড়িয়ে দেননি।’ ওয়াটারগেট কেলেঙ্কারিতে নিক্সন প্রশাসনের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছিলেন ডিন। তিনি দোষ স্বীকারের পর রাজসাক্ষী হওয়ার বিনিময়ে লঘুদণ্ড ভোগ করেছিলেন। বর্তমান ট্রাম্প প্রশাসনের সদ্যবিদায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফিনকেও ট্রাম্পের রুশ সংযোগের বিষয়ে সিনেট ও হাউজ ইন্টেলিজেন্স কমিটিতে সাক্ষ্যদানের বিনিময়ে অভিযোগ থেকে মুক্তি দেয়ার প্রস্তাব দিয়েছেন। তবে এই প্রস্তাব আনুষ্ঠানিক নয়।

No comments

Powered by Blogger.