আতিয়া মহলে বিস্ফোরক বিশেষজ্ঞ দল

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার শিববাড়ীর জঙ্গি আস্তানা আতিয়া মহলে গেছেন র‌্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞ দল। সোমবার সকাল সাড়ে ৮টায় র‌্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞ দল বাড়িটির আশপাশ পরিদর্শন করেন।এ সময় বিচ্ছিন্ন করে দেয়া হয় আতিয়া মহলের আশপাশের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। র‌্যাবের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, প্রথমে ডগ স্কোয়াড দিয়ে আতিয়া মহলের অভ্যন্তরে তল্লাশি করা হবে। এরপর বিস্ফোরক বিশেষজ্ঞ টিম অভ্যন্তরে প্রবেশ করবেন।
আতিয়া মহলের চারপাশে পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসের ফোর্স ছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা অবস্থান করছেন। জঙ্গি নির্মূলে সেনাবাহিনীর প্যারা কমোন্ডোর পরিচালিত অপারেশন টোয়ালাইটের শেষ দিন ২৮ মার্চ ২ জঙ্গি নিহত হয়। এর পর থেকে লাশ দুটি সেখানেই রয়েছে। উল্লেখ্য, গত ২৪ মার্চ শুক্রবার ভোরে গোপন খবরে জঙ্গি আস্তানা আতিয়া মহল ঘিরে রাখে আইনশৃংখলা বাহিনী। পরের দিন সকাল থেকে ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালনা করে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। এরই মধ্যে আতিয়া মহলের অদূরে দুটি বোমা বিস্ফোরণে র‌্যাবের গোয়েন্দা প্রধান, পুলিশসহ ৭ জন নিহত হন। বোমা হামলার ঘটনায় ২৬ মার্চ মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর শিপলু চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেন। অজ্ঞাত আসামি দেখিয়ে হত্যা ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়।

No comments

Powered by Blogger.