ইরাক সফরে ট্রাম্পের জামাতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং তার শীর্ষ সহকারী জারেড কুশনার সরকারি এক সফরে ইরাক গেছেন। রোববার মার্কিন প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তা জানান, কুশনার জয়েন্ট চীফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোয়ি ডানফোর্ডের সাথে ইরাক সফর করছেন। তিনি তাকে এ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে তার এ ইরাক সফরের ব্যাপারে তাৎক্ষণিকভাবে আর কিছু জানানো না হলেও সেখানে আলোচনার তালিকায় প্রথমেই রয়েছে ইসলামি স্টেট গ্রুপের বিরুদ্ধে যুদ্ধের বিষয়। যুক্তরাষ্ট্র আইএস গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক জোটের নেতৃত্ব দিচ্ছে। গত মাস থেকে আন্তর্জাতিক এ জোট মসুলের পশ্চিমে তুমুল লড়াই করে আসছে।
এরফলে এ অঞ্চল থেকে নিরাপত্তার জন্য দুই লাখেরও বেশি বেসামরিক লোক পালিয়ে গেছে। সরকারি পদে দায়িত্ব পালনের আগের কোন অভিজ্ঞতা না থাকলেও কুশনার ওয়াশিংটনে ক্ষমতাধর ব্যক্তিবর্গের অন্যতম বিবেচিত হচ্ছেন। তিনি হোয়াইট হাউজের একজন সিনিয়র উপদেষ্টা হওয়ায় অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির ওপর তার যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও তার স্ত্রী ইভাঙ্কা ট্রাম্পও প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গত সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের সহকারীর দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে হোয়াইট হাউজে নিয়মিতভাবে ইভাঙ্কার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

No comments

Powered by Blogger.