জামানতবিহীন ঋণ পাবেন নারী ও নতুন উদ্যোক্তারা

ক্ষুদ্র ও মাঝারি খাতের নতুন উদ্যোক্তারা জামানত ছাড়াই ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ পাবেন। ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে প্রয়োজনে তা আরও বাড়ানো যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া নারী উদ্যোক্তারা জামানত ছাড়া ঋণ পাবেন ২৫ লাখ টাকা পর্যন্ত। উভয় ঋণই বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় দেয়া হবে। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় যুগান্তরকে বলেন, নির্দেশনাটি পুরনো। আবার নতুন করে তা ভালোভাবে কার্যকরের জোর তাগিদ দেয়া হয়েছে।

No comments

Powered by Blogger.