চ্যাম্পিয়ন্স লিগ শেষ বার্সার

ফিরতি লেগে অসাধ্য সাধন করেই সেমিফাইনালে যাবে ভীনগ্রহী ফুটবলারের দল, এমনটাই বিশ্বাস ছিল ভক্তদের। তবে নিজেদের মাঠে আর ঘুরে দাঁড়াতে পারলো না বার্সেলোনা। বুধবার রাতে ক্যাম্প ন্যুতে যুভেন্টাসের সঙ্গে ড্র করে দুই লেগে ৩-০ ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়লো বার্সেলোনা। সেমিফাইনালে উঠে গেল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। অবশ্য ম্যাচের শুরু থেকেই প্রথম লেগের তিন গোলের ঘাটতি মেটাতে মরিয়া হয়ে আক্রমণ চালায় বার্সা। তবে এমএসএন ত্রয়ীর লক্ষ্যভ্রষ্ট শট কোনো ফল বয়ে আনতে পারেনি। সবচেয়ে বেশি হতাশ করেছেন দলের সবচেয়ে বড় ভরসা লিওনেল মেসিই।
শট, ভলি বা ফ্রি-কিক কোনটাই লক্ষ্যেই রাখতে পারেননি আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড। এছাড়া নেইমার ও লুইস সুয়ারেস বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও গোল পাননি। এর আগে ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল যুভেন্টাস। কোয়ার্টার-ফাইনাল থেকে স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিদায় করে প্রতিশোধটা নিয়ে নিল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। সেমি-ফাইনালে যুভেন্টাসের সঙ্গী স্পেনের রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও ফ্রান্সের মোনাকো।

No comments

Powered by Blogger.