ভারতে সরকারি কর্তাদের গাড়ি থেকে উঠে যাচ্ছে লালবাতি

চলতি বছরের পহেলা মে থেকে ভারতে সরকারি কর্তাদের গাড়িতে লালবাতির ব্যবহার উঠে যাচ্ছে। লালবাতির ব্যবহার নিয়ে বুধবার এক ঐতিহাসিক সিদ্ধান্তে কেন্দ্রীয় মন্ত্রিসভা জানিয়েছে, এখন থেকে থেকে কোনো গাড়িতেই আর লালবাতি ব্যবহার করা যাবে না। এমনকি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর গাড়িতেও নয়। খবর এনডিটিভির। তবে লালবাতি নিষিদ্ধ হলেও আপদকালীন পরিসেবার ক্ষেত্রে নীল বাতি আগের মতোই ব্যবহার করা যাবে। ওই তালিকায় রয়েছে দমকল, পুলিশ, অ্যাম্বুলেন্স, সেনাবাহিনীর গাড়ি। সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ি বলেন, ‘মন্ত্রিসভা ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে।
পহেলা মে থেকে জরুরি পরিসেবা ছাড়া অন্য কোনো গাড়িতে লালবাতি ব্যবহার করা যাবে না।’ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই ঠিক হয়, পহেলা মে থেকে আর কোনো গাড়িতেই লালবাতি ব্যবহার করা যাবে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই তালিকায় উপ-রাষ্ট্রপতি, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের মন্ত্রী, কেন্দ্র বা রাজ্য সরকারি আমলা, সুপ্রিমকোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরাও রয়েছেন।

No comments

Powered by Blogger.