উইলিয়ামসনের ঝড়ো ব্যাটিংয়েই জিতল হায়দরাবাদ

উইলিয়ামসনের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে দিল্লিকে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বুধবারের ম্যাচে অবশ্য গত তিন ম্যাচের মতো অনুপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান। ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বড় সংগ্রহ গড়ে দিল্লিকে উড়িয়ে দেয়ার লক্ষ্যে ব্যাট হাতে অবশ্য সফল হতে পারেননি ওযার্নার। দলকে ১২ রানে রেখেই বিদায় নেন তিনি। তার সেই আক্ষেপ অবশ্য ঘুঁচিয়ে দেন শিখর ধাওয়ান আর কেন উইলিয়ামসনের ঝড়ো ব্যাটিং। এই দুই তারকা ক্রিকটোরের সুবাদে ১৬.১ ওভারেই ১৪৮ রানের সংগ্রহ গড়ে হায়দরাবাদ।
আজকেই অবশ্য মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন কেন উইলিয়ামসন। ৫০ বলে ধাওয়ান ৭০ করে ফিরেন। আর উইলিয়ামসন তার ৫১ বলের ইনিংসে ৬ চার ও ৫ ছয়ের মারে ঝড়ো গতিতে তুলেন ৮৯ রান। শেষ দিকে হেনরিকস ও হুদার ব্যাটে ৪ উইকেটে ১৯১ রান সংগ্রহ গড়ে ওয়ার্নারের দল। দিল্লির পক্ষে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন ক্রিস মরিস। ১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে দিল্লি সংগ্রহ করে ১৭৬ রান। ৫০ রানে অপরাজিত ছিলেন শ্রেয়াস আইয়ার। ৪২ রান করেন ওপেনার সানজু স্যামসান। এছাড়া করুন নাইয়ার ৩৩ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ৩১ রান করেন। শেষ পর্যন্ত হায়দরাবাদের কাছে দিল্লি হার মানে ১৫ রানে। আজকের ম্যাচে মোস্তাফিজ না থাকলেও অভিষেক হয় মোহাম্মদ সিরাজের। নিলামে হইচই ফেলে দেয়া অচেনা এ সিরাজ অভিষেকেই ৩৯ রানে নেন ২ উইকেট।

No comments

Powered by Blogger.