সামাজিক ব্যবসার নতুন বইয়ের মোড়ক উন্মোচনে প্রফেসর মুহাম্মদ ইউনূস

‘সামাজিক ব্যবসার শক্তি’ নামে সামাজিক ব্যবসার ওপর একটি নতুন বই প্রকাশিত হয়েছে। গত ২৯শে নভেম্বর ইউনূস সেন্টার অফিসে বইটির মোড়ক উন্মোচন করেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বইটির লেখক এমএফএম আমীর খসরু। তিনি বর্তমানে ইউনূস সেন্টারে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। বইটির প্রকাশক অনন্যা প্রকাশনীর মনিরুল হক। এমএফএম আমীর খসরু দীর্ঘদিন প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন এবং বিভিন্ন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। বইটিতে সামাজিক ব্যবসার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন সামাজিক ব্যবসা ও তার বিশ্লেষণ, গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসা, নবীন উদ্যোক্তা, সামাজিক ব্যবসার ফান্ড, বিশ্ব অর্থনীতিতে সামাজিক ব্যবসার প্রভাব, সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাব এবং সামাজিক ব্যবসার বিবিধ কার্যক্রম। বইটি সামাজিক ব্যবসায় আগ্রহী ব্যক্তিবর্গের জন্য একটি উপকারী পুস্তক হিসেবে বিবেচিত হবে। বইটি সামাজিক ব্যবসার ছাত্র, শিক্ষক ও গবেষকদের জন্য বিশেষভাবে উপযোগী। বইটি ঢাকার সকল উল্লেখযোগ্য বইয়ের দোকানে পাওয়া যাবে।

No comments

Powered by Blogger.