মেসি-রোনাল্ডোর সঙ্গে এবার নেইমার

ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটিকে একরকম ব্যক্তিগত সম্পত্তিই বানিয়ে ফেলেছেন ফুটবলের দুই দিকপাল- লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত সাত বছরে ঘুরে-ফিরে এ দু’জনই জিতে নিয়েছেন সব ব্যালন ডি’অর। এবারও সেই ধারায় ছেদ পড়ার সম্ভাবনা ক্ষীণ। প্রতিবারই ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা ঘোষণার সময় সবার আগ্রহ থাকে তৃতীয় নামটি নিয়ে। সেরা তিনে মেসি ও রোনাল্ডোর থাকাটা তো অলিখিত নিয়মই হয়ে গেছে। গতবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে সেরা তিনে ছিলেন ম্যানুয়েল নুয়ার। তার আগেরবার ফ্র্যাংক রিবেরি। শেষপর্যন্ত দু’জনকেই তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার সেরা তিনে মেসি ও রোনাল্ডোর সঙ্গে জায়গা করে নিলেন নেইমার। বর্ষসেরা ফুটবলার নির্বাচনের জন্য ভোটিং প্রক্রিয়া শুরু হয়েছে বেশ আগেই। ফিফার প্রতিটি সদস্য দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়কের পাশাপাশি একজন করে সাংবাদিক এই ভোটে অংশ নেন। ভোটের ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া তিনজনের নাম কাল প্রকাশ করেছে ফিফা।
এই তিনজনের মধ্য থেকেই আগামী ১১ জানুয়ারি জুরিখে ব্যালন ডি’অর গালা নাইটে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বার্সেলোনা সমর্থকদের আশা ছিল, এবার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ক্লাবের লাতিনত্রয়ী মেসি, নেইমার ও সুয়ারেজকে দেখা যাবে। কিন্তু রোনল্ডোকে হটিয়ে সেরা তিনে জায়গা করে নিতে পারেননি সুয়ারেজ। এর আগে ফিফা বর্ষসেরা একাদশে থাকলেও ব্যালন ডি’অরের সেরা তিনে এবারই প্রথম জায়গা পেয়েছেন নেইমার। গত মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ে মেসির মতো এই ব্রাজিলীয় ফরোয়ার্ডের বড় অবদান ছিল। তবে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে আছেন মেসিই। গত মৌসুমে বার্সার ট্রেবল জেতানোর পাশাপাশি আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তুলেছিলেন মেসি। অন্যদিকে স্প্যানিশ লীগে সর্বোচ্চ ৪৮ গোল করলেও রিয়াল মাদ্রিদকে কোনো শিরোপা এনে দিতে পারেননি গত দুবারের ব্যালন ডি’অরজয়ী রোনাল্ডো। ব্যালন ডি’অরের পাশাপাশি কাল বর্ষসেরা নারী ফুটবলার, কোচ ও বর্ষসেরা গোলেরও সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। বর্ষসেরা গোলের তালিকাতেও আছেন মেসি। এদিকে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকমের এক জরিপে সর্বকালের সেরা ক্লাব ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত তালিকা

No comments

Powered by Blogger.