আমির খান ইস্যুতে মুখ খুললেন শাহরুখ খান

বলিউড অভিনেতা আমিন খান ইস্যুতে এবার মুখ খুললেন শাহরুখ খান। ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে নিজের ৫০তম জন্মদিনে শাহরুখ বলেছিলেন ‘দেশ এখন অহিষ্ণুতার শীর্ষে’। সেই অবস্থান থেকে সরে এসে এবার তার কথায় থাকল আমির খানকে জবাব দেয়ার রেশ? কিছুদিন আগেই আমির জানিয়েছিলেন দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে তার স্ত্রী এতটাই আতংকে আছেন, বাচ্চার ভবিষ্যতের কথা মাথায় রেখে দেশ ছাড়তে হবে কি না সে শংকাও প্রকাশ করেছেন? সেই মন্তব্যের রেশ ধরেই শাহরুখ সম্প্রতি বলেছেন, দেশ নিয়ে তার কোনো অভিযোগ নেই? বলিউড স্টারদের যা কিছু বিত্ত-বৈভব-সম্মান সব এদেশই দিয়েছে। দেশ ছাড়ার কথা বলে আমির অবশ্য নিজ কর্মস্থলের সহকর্মীদের কারও কারও রোষানলে পড়েছিলেন। অনুপম খের বলেছেন, এদেশেই তাকে সুপারস্টার তৈরি করেছেন, স্ত্রীকে যেন সে কথা বলেন আমির। আমির খান অবশ্য নিজের পক্ষে সাফাই গেয়ে টুইটারে লিখেছেন, তিনি দেশ ছাড়ার কথা বলেননি?
তিনি যা বলেছিলেন, সেই অবস্থান থেকে তিনি সরেও যাচ্ছেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার উদ্ধৃতি দিয়ে দেশের সংহতি, সংস্কৃতি, বহুত্ববাদের কথা তুলে ধরেন তিনি। কিন্তু শাহরুখ খান পাল্টা বিবৃতি দিয়ে বলেন, ‘দেশ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি আমার সন্তানদের বলি ধর্ম দিয়ে কোনো কিছু বিচার না করতে? ধর্ম নিয়ে ছোটখাটো ঝামেলা চলতেই থাকে? কখনও কখনও কেউ ঘটনার বাইরে গিয়ে মন্তব্য করে ফেলেন; কিন্তু তার মানে এ নয় যে, দেশ আমার প্রতি অসহিষ্ণু হয়ে উঠছে।’ স্পষ্টতই ব্যক্তিগত জায়গা থেকে নিজের দেশের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করে দিয়েছেন শাহরুখ খান। কিন্তু বলি অন্দরের খবর, এমন মন্তব্যের মাধ্যমে মূলত আমির খানকে জবাব দিলেন শাহরুখ। বলিউডে খান সাম্রাজ্যে আগে বিরোধের আবহ থাকলেও স্মরণকালের অতীতে তা অনেকটাই বন্ধুত্বের পরিবেশে বদলে গেছে। শাহরুখের এ মন্তব্যের পর অনেকেই মনে করছেন, তবে কি আবার দুই খানের দ্বৈরথ জমে উঠল?

No comments

Powered by Blogger.