ভবিষ্যতে কেউ কিছু করতে গেলে পিটুনি দেবো

রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালের ঘটনায় জড়িতদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, আমরা নগরবাসীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কোন অবৈধ জবর দখল হতে দেবো না। জোর করে কেউ কিছু করার চেষ্টা করলেও পারবে না। কারণ প্রধানমন্ত্রীও চান একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী। একই সঙ্গে রোববারের ঘটনায় জড়িতদের ধরা হবে বলেও ঘোষণা দেন মেয়র। তিনি বলেন, তেজগাঁও ট্রাকস্ট্যান্ডকে ঘিরে প্রভাবশালী চক্র গড়ে উঠেছে। তারা সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে, দোকান তুলেছে, মাদক ব্যবসা করছে। এখন তাদের টাকা তোলা বন্ধ হয়ে যাচ্ছে। রোববারের অবৈধ দখল উচ্ছেদ অভিযানের সময় এ কারণেই তারা ঢিল মেরেছে। তবে যারা হামলা করেছে তাদের খবর হয়ে যাবে। গতকাল দুপুরে রাজধানীর কাওরানবাজারে একটি হোটেলে ‘জনদুর্ভোগ নিরসনে উচ্ছেদ কার্যক্রম’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সফি উল্লাহ সফি, শামীমা রহমানসহ উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেয়র বলেন, দখলদাররা আমাদের সঙ্গে ‘পলিটিকস খেলছে’। আমরা তাদের কিছু বলিনি। সেখানে পুলিশ ছিল, তারা কিছুই করেনি। চাইলে অনেক কিছু করা যেত। কারণ, আমাদের সঙ্গে অনেক ফোর্স ছিল, তারা নীরব থেকেছে। আমি কারো গায়ে হাত তুলতে দেইনি। পাঁচ মিনিটে সব ক্লিয়ার করতে চেয়েছিল কেউ কেউ। আমি রাজি হয়নি। আমি সেখানে অবস্থান করে সবকিছু বোঝার চেষ্টা করেছি। ১০ মিনিট শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দিয়েছি। তবে ভবিষ্যতে আর কেউ কিছু করতে গেলে পিটুনি দেবো।
তিনি বলেন, শ্রমিকদের কারা ভুল বুঝিয়েছে আমরা জানি। আমরা ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করতে যাইনি। অবৈধ অবস্থান, মাদক ব্যবসা উচ্ছেদ করতে গেছি। অবৈধ দখলদারদের সঙ্গে কোন ‘নেগোসিয়েশন’ হয়নি দাবি করে মেয়র বলেন, এখানে অনেক প্রভাবশালী নেতা আছে। তারা ঢিল মেরেছে, আমি তাদের সামনে একা গিয়েছি। কারণ মেয়র পালিয়ে যাওয়ার জন্য নয়। আমাদের দায়িত্ব নয় ট্রাক কোথায় থাকবে তা ঠিক করে দেয়া। যার ট্রাক তার দায়িত্ব ট্রাক কোথায় থাকবে তা ঠিক করা। তিনি বলেন, কোন রাস্তা জবরদখল হতে দেবো না। গাড়ি দাঁড় করিয়ে রাখতে দেবো না। যারা হামলা করেছে তাদের ধরার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশকে অনুরোধ করা হয়েছে, থানায় মামলাও হয়েছে। কেউ ছাড় পাবে না। যারা এখন শক্তি দেখানোর চেষ্টা করছে, তাদের শক্তি মাদকের, চাঁদাবাজির টাকার শক্তি। এই অবৈধ শক্তি থাকবে না। রোববারের ঘটনার দুঃখ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে জানান মেয়র। ওদিকে রোববারের ঘটনায় উত্তর সিটি করপোরেশনের ৭টি গাড়ি ক্ষতিগ্রস্ত এবং ৫ কর্মী আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

No comments

Powered by Blogger.