‘জঙ্গির সঙ্গে সরকারের একটি অংশ জড়িত’ -হান্নান শাহ

জঙ্গির সঙ্গে সরকারের একটি অংশ ও একটি বিশেষ বাহিনীর লোক জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আসম হান্নান শাহ। তিনি বলেছেন,  দেশে জঙ্গি শব্দ চালু করেছে আওয়ামী লীগ। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনাকেও তারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকা- বলেছে। জঙ্গির সঙ্গে সরকারের একটি অংশ ও সরকারের একটি বিশেষ বাহিনীর লোক জড়িত। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে ‘বর্তমান সরকারের অব্যাহত ষড়যন্ত্র এবং গণমাধ্যমের ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে’ স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। হান্নান শাহ বলেন, সরকার কল্পকাহিনী ও বাহিনী বানিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বর্তমান সরকারের অত্যন্ত সস্তা বক্তব্য জঙ্গি। সরকারের একপক্ষ বলছে দেশে জঙ্গি নেই, আরেক পক্ষ বলছে জঙ্গি আছে। দুই বিদেশী হত্যায় বিএনপি নেতাদের জড়িয়ে প্রচারণার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিদেশী হত্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও মহানগর বিএনপির আহ্বায়ক হাবিব-উন-নবী খান সোহেলকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এগুলো চলবে না। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকা- করে দেশকে অস্থিতিশীল করছে। সরকারের এমপি, মন্ত্রীরা কত শান্তশিষ্ট  লেজবিশিষ্ট তা সবাই জানে। এক এমপি শিশুকে গুলি করেছে। আরেক এমপির গাড়িতে লাশ পাওয়া গেছে। প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে জনগণকে ভয় দেখান। এটা শুধু গাইবান্ধা-গফরগাঁওয়ে নয়, সারা দেশে একই চিত্র। এগুলো হচ্ছে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকা-।
প্রধানমন্ত্রীর উদ্দেশে হান্নান শাহ বলেন, জঙ্গি, জঙ্গি করেন, আওয়ামী লীগের মধ্যে যেসব জঙ্গি আছে তাদের ধরে ফেলেন। তারপর বিদেশীদের বলেন, আমরা জঙ্গি ধরে ফেলেছি। উদোর পি-ি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন না। ডাল মে কুচ কালা  হে। তিনি বলেন, আওয়ামী লীগ মিথ্যাচার করে নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাতে পারদর্শী। মিথ্যাচার বন্ধ করুন। ব্লগার হত্যায় এফবিআই আনা হয়, পুলিশ ও দুই বিদেশী হত্যায় এখন পর্যন্ত এফবিআই আনার খবর নেই। দেশের পুলিশ, মানুষ এমনকি বিদেশীরাও নিরাপদ নয়। সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের জনগণের টেনশনমুক্ত করুন। বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করুন। অন্যথায় ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা করছি। আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম  হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

No comments

Powered by Blogger.