এবার সিআইএ প্রধানের ই-মেইল ফাঁস!

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জন ব্রেনানের কয়েকটি ই-মেইল ফাঁস করেছে বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। বুধবার উইকিলিকসের টুইটার অ্যাকাউন্টে ব্রেনানের ছয়টি নথি ফাঁস করা হয়। এসব তথ্য সিআইএ’র প্রধান ব্রেনানের ব্যক্তিগত ই-মেইল থেকে নেয়া হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি দাবি করেছে। ১৩ বছর বয়সী স্কুলপড়ুয়া মার্কিন এক কিশোর ব্রেনানের ই-মেইল হ্যাকিংয়ের দাবি করার একদিন পর এই গোপন নথি প্রকাশ করল উইকিলিকস। ২০১৩ সালে সিআইএ’র প্রধান হওয়া ব্রেনান চার বছর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিষয়ক সহকারী হিসেবে কাজ করেছিলেন। ই-মেইল ফাঁসের বিষয়টি মার্কিন গোয়েন্দা প্রধানকে বেশ বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।
এ ঘটনায় উইকিলিকসকে ব্যক্তিগত অ্যাকাউন্ট ‘হ্যাকিং’-এর দায়ে অভিযুক্ত করেছে সিআইএ। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ব্রেনানের ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাকিং একটি অপরাধ এবং ব্রেনানের পরিবার এর ভুক্তভোগী। এ ধরনের আক্রমণ কারও ওপরই হওয়া উচিত নয়; একে উৎসাহিত করাও ঠিক নয়।’ সিআইএ’র দাবি, এখন পর্যন্ত উইকিলিকসের ফাঁস করা ই-মেইলে গোপনীয় নথি প্রকাশের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে উইকিলিকস বলছে, ‘ই-মেইল অ্যাকাউন্টটি মাঝে মধ্যে গোয়েন্দা কার্যক্রমেও ব্যবহার করতেন ব্রেনান। সামনের দিনগুলোতে সিআইএ প্রধানের এ ধরনের আরও কিছু নথি প্রকাশ করা হবে।’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, উইকিলিকসের ফাঁস করা ই-মেইলের মধ্যে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে মার্কিন গোয়েন্দাদের নিষ্ঠুর পদ্ধতি নিয়ে ২০০৮ সালে মার্কিন সিনেটের সিলেক্ট কমিটির চেয়ারম্যানের একটি চিঠিও রয়েছে।

No comments

Powered by Blogger.