আট মাস পর কোহলির সেঞ্চুরি

ওয়ানডেতে সর্বশেষ তিন অংক ছুঁয়েছিলেন গত ফেব্রুয়ারিতে। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচ জেতানো সেঞ্চুরির পর রঙিন পোশাকে যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন বিরাট কোহলি। আট মাসের সেই খরা ঘুচিয়ে ১৩ ইনিংস পর অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন ভারতের পোস্টার বয়। ছয় চার ও পাঁচ ছক্কায় ১৪০ বলে ১৩৮ রানের ঝলমলে এক ইনিংস খেলে ব্যর্থতার জ্বালা জুড়ালেন বেশ ভালোভাবেই।
কোহলির ২৩তম ওয়ানডে সেঞ্চুরিতে কাল চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে আট উইকেটে ২৯৯ করেছে ভারত। সংগ্রহটা আরও বড় হতে পারত। কিন্তু প্রোটিয়াদের দুর্দান্ত বোলিংয়ে শেষ পাঁচ ওভারে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ৩৩ রান করতে পেরেছে স্বাগতিকরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল ভারত। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন কোহলি। তৃতীয় উইকেটে আজিংকা রাহানের (৪৫) সঙ্গে ১০৪ ও চতুর্থ উইকেটে সুরেশ রায়নার (৫৩) সঙ্গে ১২৩ রানের দারুণ জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরিতে একটি চক্রও পূর্ণ করেছেন তিনি। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় ও সব মিলিয়ে ওয়ানডে ইতিহাসের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষে সেঞ্চুরির কীর্তি গড়লেন কোহলি। দক্ষিণ আফ্রিকার পক্ষে স্টেইন ও রাবাদা তিনটি উইকেট নেন। এএফপি।

No comments

Powered by Blogger.