কালো তালিকাভুক্ত হচ্ছে পচা গম আমদানিকারী প্রতিষ্ঠান

ব্রাজিল ও ফ্রান্স থেকে পচা গম আমদানিকারক প্রতিষ্ঠান ইমপেক্স কনসালট্যান্ট লিমিটেডকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। এ প্রতিষ্ঠানটিই ব্রাজিল থেকে তিন লাখ টন গম আমদানি করে সারা দেশে হইচই ফেলে দিয়েছিল। তখন ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। এটার রেশ কাটতে না কাটতেই মংলা বন্দর দিয়ে ২১ হাজার ৫০০ টন গম খালাসের চেষ্টা করেছে একই কোম্পানি। খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় গমগুলো নিম্নমানের হিসেবে চিহ্নিত হয়েছে। এ কারণেই প্রতিষ্ঠানটিকে ব্ল্যাক লিস্টেড করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবি বা সোমবারের মধ্যে তাদের এ-সংক্রান্ত চিঠি দেয়া হতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে। খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইমপেক্স কনসালট্যান্ট নামের প্রতিষ্ঠানটি গত মার্চে ৫২ হাজার ৫০০ টন গম আমদানির কার্যাদেশ পায়। এর ভিত্তিতে ২৪শে মার্চ ঠিকাদারি কোম্পানির সঙ্গে খাদ্য অধিদপ্তরের চুক্তি হয়। এরপর তড়িঘড়ি করে ফ্রান্স থেকে তারা গম নিয়ে আসে। এ বছরের ২১শে মে চট্টগ্রাম বন্দর দিয়ে ৩০ হাজার ১৬৪ টনের প্রথম চালান দেশে আসে ও খালাস হয়। কিন্তু গত ১২ই অক্টোবর মংলা বন্দর দিয়ে চালানটি দেশে আসতেই বিপত্তি বেধে যায়। মংলা বন্দর গম খালাস তদারক কমিটি তা গ্রহণ না করার সিদ্ধান্তে অটল থাকে। শেষ পর্যন্ত খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে তা খাবার অনপুযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠান নানাভাবে ওই গম খালাসের চেষ্টা চালিয়ে যায়। এরই মধ্যে গম না নেয়ার বিষয়টি জানিয়ে খাদ্য অধিদপ্তর গম আমদানিকারক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে। এ ছাড়া সর্বশেষ গত বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে ব্ল্যাক লিস্টেড করার পদক্ষেপ নিতে বলা হয়েছে খাদ্য অধিদপ্তরকে।

No comments

Powered by Blogger.