বেচারি সাংবাদিক! by কাজী আরিফ আহমেদ

যুক্তরাষ্ট্রের ক্যান্সাস অঙ্গরাজ্যে এক সংবাদকর্মী টেলিভিশনে প্রচারের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটি প্রতিবেদন রেকর্ড করছিলেন। এ সময় ভন-ভন শব্দে তার দিকে উড়ে এসে চালালো হামলা। না কোন বিমান নয়, একটি পতঙ্গের ঝাঁক। পোকাগুলোও নিতান্ত ক্ষুদ্র নয়, বরং বলা যায় ভীতি উদ্রেক করার মতো বড় আকৃতিরই। প্রথমে বেশ বীরত্বের পরিচয় দিয়েছিলেন ওই নারী। হাত দিয়ে সেগুলোকে তাড়ানোর চেষ্টা করেন কয়েকবার। কিন্তু, এ সময় হঠাৎ করে একটি পোকা তার ঠোঁটে এসে বসায় সবকিছু গুলিয়ে ফেললেন। হাত থেকে পড়ে গেলো মাইক্রোফোন। তীক্ষè স্বরে এক চিৎকার জুড়ে দিয়ে উন্মাদের মতো মুখ আর চুল থেকে পোকাটাকে সরাতে মরিয়া হয়ে উঠলেন। এমন একটি ভিডিও অনলাইনে বেশ সাড়া ফেলে দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন মিরর। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যানসাসে কেএসএনটি নিউজ চ্যানেলের সংবাদকর্মী ক্যাটিয়া লেইক সেদিনের খবরটি প্রচার করছিলেন যুক্তরাষ্ট্রের ফোর্ট রেইলি সেনা ঘাঁটি থেকে। এ সময় হঠাৎ উড়ে এসে বিরামহীন হামলা চালানো শুরু করলো পতঙ্গগুলো। প্রথমদিকে ২৪ বছর বয়সী ক্যাটিয়া ক্যামেরার সামনে স্বাভাবিক ও শান্ত ভঙ্গিতেই কথা বলার চেষ্টা করেন। মাঝেমধ্যে যে হামলা চলছিল, তা হাত দিয়েই থামিয়ে দেয়ার চেষ্টা করেন। এভাবে কতোক্ষণইবা পারা যায়! এদিকে পতঙ্গগুলো তাদের রণকৌশলটাও বোধ হয় পরিবর্তন করলো। একটি পোকা উড়ে এসে সোজা বসলো ক্যাটিয়া লেইকের ঠোঁটে। তীক্ষè স্বরে চিৎকার জুড়ে দিলেন তিনি। পতঙ্গটি তাড়াতে মুখ আর চুলে উন্মত্তের মতো হাত চালাতে লাগলেন। এ ঘটনার পর দু’-দু’বার চেষ্টা করলেন প্রতিবেদনটি রেকর্ড করতে। হাল ছাড়ার ভঙ্গিতে বললেন, না এটা আর করছি না। তবে শেষমেষ কয়েক মুহূর্ত পর ক্যামেরাম্যানকে তিনি বললেন, আসুন প্রতিবেদনটি করেই ফেলি যাতে এখান থেকে আমি দ্রুত বেরোতে পারি। সাধারণভাবে, এ পোকাগুলো মানুষের কোন ক্ষতি করে না। তবে কখনও আপনার ভাগ্য যদি খারাপ থাকে, তবে হুল ফুটিয়ে যন্ত্রণাটা বুঝিয়ে দিতে পারে এরা।

No comments

Powered by Blogger.