বায়ুদূষণ কমালে বছরে বাঁচবে ২০ লাখ প্রাণ

বাতাসে দূষণের মাত্রা আরও কমাতে পারলে বিশ্বজুড়ে বছরে ২০ লাখ মানুষের জীবন রক্ষা পাবে। আর এই ইতিবাচক প্রভাব পড়বে সবচেয়ে দূষিত দেশগুলোর বাইরেও। যুক্তরাষ্ট্রের একদল গবেষক গত মঙ্গলবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে যুক্ত ছিলেন মিনেসোটা ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
ওই গবেষকদের বিশ্লেষণে বলা হয়, তুলনামূলক বেশি দূষিত বায়ুপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত চীন, ভারত ও রাশিয়া। এসব এলাকার বাতাস দূষণমুক্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে ১৪ লাখ জীবন বাঁচানো সম্ভব হবে। এর প্রভাব পড়বে কম দূষিত বায়ুপূর্ণ যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপ অঞ্চলে। ফলে এসব এলাকায় দূষণের কারণে বছরে অন্তত পাঁচ লাখ মানুষের অকালমৃত্যু কমবে।

No comments

Powered by Blogger.