জলাবদ্ধতায় থাকা বাসিন্দারা

বর্ষা মৌসুম এলেই নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতরে থাকা অধিবাসীদের জলাবদ্ধতার সমস্যা বেড়ে যায়। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে সয়লাব হয়ে যায়। বাসিন্দাদের পড়তে হয় দারুণ দুর্ভোগে। ছবিগুলো তুলেছেন ফটোসাংবাদিক পাপ্পু ভট্টাচার্য্য
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
পানি ঢুকেছে ঘরে। ইটের ওপর ইট দিয়ে কিছুটা উঁচু করে রান্নার কাজ করছেন এক গৃহিণী। ছবিটি গত সোমবার (১৫ জুন ২০১৫) ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে তোলা।
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
কর্মজীবীরা ময়লা পানি ভেঙে কাজে যাচ্ছেন। ছবিটি ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে সোমবার (১৫ জুন ২০১৫) তোলা।
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
বাড়ির ভেতরে পানি যাওয়া আটকানোর জন্য দেয়াল করা হয়েছে। তবুও ভেতরে পানি ঢুকে পড়েছে। মোটর দিয়ে পানি নিষ্কাশন করছেন এক বাসিন্দা। 
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
জলাবদ্ধতার পানি নিষ্কাশনে শ্রমিকেরা ময়লা পরিষ্কার করছেন। ছবিটি সোমবার (১৫ জুন, ২০১৫) ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকা থেকে তোলা। 
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
বৃষ্টির পানি আটকে পড়ায় স্থানীয়র বাঁশের সাঁকো বানিয়ে যাতায়াত করছে। ছবিটি মঙ্গলবার (১৬ জুন, ২০১৫) ফতুল্লার রঘুনাথপুর এলাকা থেকে তোলা।
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
ওপর থেকে ডিএনডি বাঁধ এলাকার চিত্র।
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
এলাকার কুকুরটিও পড়েছে বিপাকে।
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
দুই ভাই-বোন জমে থাকা পানিতে মাছ শিকারে নেমে পড়েছে।
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
পানি আছে, তাই উঁচু করে তৈরি করছে মুরগির খামারটি। ছবিটি মঙ্গলবার (১৬ জুন, ২০১৫) ফতুল্লার রঘুনাথপুর এলাকা থেকে তোলা।  ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

No comments

Powered by Blogger.