নাম দেয়া হল গাজীপুরের অচিন বৃক্ষের by ইকবাল আহমদ সরকার

গাজীপুরের কালীয়াকৈরে আড়াইশ’ বছরের পুরানো বিরল প্রজাতির একটি গাছ অচিন বৃক্ষ নামেই চেনা- জানা ছিল সবার কাছে। অবশেষে ঘটা করে এর নাম দেয়া হলো। এর নাম রাখা হলো তিত বট। বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশন, বাংলাদেশ (ইপ্যাক ফাউন্ডেশন) ওই পুরনো গাছটির বিভিন্ন বৈশিষ্ট্য দীর্ঘদিন ধরে পর্যালোচনার পর তিত বট নাম দিয়েছে। বিশাল আকারের গাছটির ছায়ায় বসে বিশ্রাম নিয়েছে মানুষ। শীতল করেছে প্রান। কিন্তু স্থানীয়রা ওই বলতে পারেননি গাছটির নাম।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের আমন্ত্রণে ইপ্যাক ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার জেলার কালিয়াকৈর উপজেলার বাঁশতলী গ্রামের অচিন গাছটির নিচে নামকরণ নিয়ে এক সভার আয়োজন করা হয়। এতে গাছটির তিত বট নাম ঘোষণা করেন ইপ্যাক ফাউন্ডেশনের মহাসচিব ড. আখতারুজ্জামান চৌধুরী। গাছটির বৈজ্ঞানিক নাম Ficus virens var sublanceolata  ইংরেজি নাম White fig। বিশেজ্ঞগণ জানান, বিরল প্রজাতির তিত বট বা সাদা পাকুর নামের এধরনের গাছ দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় দেখা যায়। বাংলাদেশেও এটি বিরল। এ জাতের গাছ কালিয়াকৈরের বাশতলি গ্রাম ছাড়া দেশের অন্য কোথাও আছে কি না, এখনো এমন কোনো তথ্য পায়নি বলে জানায় ইপ্যাক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ।

No comments

Powered by Blogger.