আশ্রিত বাংলাদেশীদের শিগগিরই ফেরত পাঠাবে ইন্দোনেশিয়া

শিগগিরই আশ্রিত বাংলাদেশীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে ইন্দোনেশিয়া। দেশটির একজন মন্ত্রী এ কথা জানিয়েছেন। আচেহ প্রদেশে ৭০০ বাংলাদেশী অভিবাসীকে আশ্রয় দিয়েছে ইন্দোনেশিয়া। আন্দামান সমুদ্রে তাদের বহনকারী নৌকা পাচারকারীরা ফেলে যাওয়ার পর আন্তর্জাতিক চাপে তাদের উদ্ধার করে ইন্দোনেশিয়া। এ খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। আচেহ প্রদেশে এক সফরে ইন্দোনেশিয়ার সামাজিক স¤পর্ক মন্ত্রী খোফিফাহ ইন্দার পারাওয়ানসা বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে তার সরকার ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। খুব শিগগিরই বাংলাদেশীদের নিজ দেশে প্রত্যাবর্তন করা হবে। আগামী ৩-১০ দিনের মধ্যে বাংলাদেশীরা ট্রাভেল ডকুমেন্ট পেয়ে যাবে। এরপর উত্তর সুমাত্রা প্রদেশের রাজধানী মেদান থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। ট্রাভেল ডকুমেন্ট প্রস্তুত হবার ২-৩ মাসের মধ্যেই তাদের বিমান টিকেট হাতে পাওয়া যাবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশীদের ভ্রমনের সমস্ত খরচ আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) বহন করবে।

No comments

Powered by Blogger.