মৃত্যুর পরে গাছ হবে মানুষ!

প্রিয়জনের মৃত্যুর পর তাকে কফিনবন্দি করা জীবনের সব থেকে কঠিন কাজ। এমন দুঃখজনক মুহূর্ত যাতে জীবনে না আসে তার জন্য ইতালিতে ক্যাপসুলা মান্ডি প্রকল্প ডিজাইন করলেন অ্যানা সিটেলি ও রাউল ব্রেটজেল। গাছের প্রতি ভালোবাসা থেকেই তাদের মাথায় আসে বায়োডিগ্রেডেবল বারিয়ালের ভাবনা। যেখানে মৃত্যুর পর মানুষ পরিণত হবে সুন্দর গাছে।
তবে ইতালিতে এখনও আইনি সম্মতি পায়নি এ প্রকল্প। তবুও, ভাবনার অভিনবত্ব ও আবেগে জনপ্রিয়তা পেয়েছেন অ্যানা, রাউল জুটি। প্রিয়জনদের দেহ দুঃখের কবরস্থানের বদলে যদি থাকে মেমরি ফরেস্টে তবে তার থেকে ভালো কী ই বা হতে পারে!
মৃত্যুর পর শরীর প্রথমে ভ্রুণের মতো করে এনক্যাপসুলেট করা হয় যাতে সহজেই বারিয়াল পডের ভেতর ঢোকানো যায়। মাটির পাত্রের মতে দেখতে এই বায়োডিগ্রেডেবল কাসকেট। যখন গাছের বীজের মধ্যে এ কাসকেট রাখা হবে বা ছোট কোনো গাছের চারা এর ওপর রাখা হবে তবে নতুন জীবন পাবে প্রিয়জন। জিনিউজ।

No comments

Powered by Blogger.