সেরা যত পুরস্কার

৬৮তম কান চলচ্চিত্র উৎসবের আসরজুড়ে ছিল জাকালো অনুষ্ঠান আর নানা চমক। আনপ্রেডিক্টেবল এ উৎসবে চমকের শেষ পেরেক ঠুকে পর্দা টানা হল ২০১৫ সালের আয়োজন। তামিল গেরিলার গল্পের জন্যই ফরাসিদের ঘরে উঠলো সেরার পুরস্কার। স্বর্ণপাম জিতল জ্যাক অডিয়ার্ড পরিচালিত ফরাসি ছবি ‘ধীপান’।
সর্বোচ্চ পুরস্কার : স্বর্ণপাম
চলচ্চিত্র : ধীপান
পরিচালক : জ্যাক অদিয়াদ, ফ্রান্স
দ্বিতীয় পুরস্কার : গ্র্যাঁ প্রিঁ
চলচ্চিত্র : সান অব সাউল
পরিচালক : লাজলো নেমেস, হাঙ্গেরি
সেরা পরিচালক : হো সিয়াও সিয়েন
চলচ্চিত্র : দ্য অ্যাসাসিন, তাইওয়ান
সেরা চিত্রনাট্যকার : জিয়া ঝ্যাংকে
চলচ্চিত্র : এ টাচ অব সিন, চীন
সেরা অভিনেত্রী : রুনি মারা
চলচ্চিত্র : ক্যারল, আমেরিকা ও ইমানুয়েলে ব্যাকট মাই কিং, ফ্রান্স
সেরা অভিনেতা : ভিনসেন্ত লান্দন
ছবি : দ্য মেজার অব অ্যা ম্যান, ফ্রান্স
জুরি প্রাইজ : দ্য লবস্টার
পরিচালক : ইওর্গেস লানটিমস
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : ওয়েভস নাইন্টি এইট
পরিচালক : এলি ড্যাগোর
সেরা স্ক্রিনপ্লে : মাইকেল ফারাও
চলচ্চিত্র : ক্রোনিক
সেরা ক্যামেরা ফিচার : লা তিয়েরা ইয়া লা সম্বারা
শূন্য হাতে ফিরল যারা
গুস ভ্যান স্যান্ট : ২০০৩ সালে এলিফ্যান্ট চলচ্চিত্র নির্মাণ করে পেয়েছিলেন কান উৎসবের স্বর্ণপাম পুরস্কার। এবার তার বানানো ‘সি অব ট্রিস’ ছিল তালিকায়। তবে প্রতিযোগিতায় টিকতে পারেনি তার ছবি। ব্যর্থতার তালিকায় আরও আছেন-
চলচ্চিত্র পরিচালক প্রযোজিত দেশ
ম্যাড ম্যাক্স : ফিউরি রোড জর্জ মিলার অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র
স্টানডিং টল ইম্মানুয়েল বারকোট ফ্রান্স
ইররেশনাল ম্যান উডি আলেন যুক্তরাষ্ট্র
ইনসাইড আউট পিটার ডক্টার যুক্তরাষ্ট্র
দ্য লিটল প্রিন্স মার্ক ওসবোর্ন ফ্রান্স
আইস অ্যান্ড দ্য স্কাই লুক জ্যাকেট ফ্রান্স

No comments

Powered by Blogger.