তৃতীয় মাত্রার ‘ভোটে’ জয়ী তাবিথ

চ্যানেল আই’র মধ্যরাতের জনপ্রিয় টক শো তৃতীয় মাত্রা। যে অনুষ্ঠানে দর্শকদের সুযোগ থাকে অতিথিদের পক্ষ-বিপক্ষে ভোট দানের। জিল্লুর রহমানের উপস্থাপনায় গতরাতের তৃতীয় মাত্রা’য় অংশ নেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক এবং বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল। দুই প্রার্থীই ঢাকাকে নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন। জানান, কেন তারা জনগনের ভোট পাওয়ার দাবিদার। অনুষ্ঠানে দর্শকদের ভোটে জয়ী হয়েছেন তাবিথ আউয়াল। তিনি পেয়েছেন, ৬৩ ভাগ ভোট। অন্যদিকে, আনিসুল হক ভোট পেয়েছেন, ৩৬ ভাগ। ১ ভোটার দুই জনের কাউকেই সমর্থন দেননি। উপস্থাপক জিল্লুর রহমান অবশ্য বলেছেন, তৃতীয় মাত্রায় ঢাকা উত্তরের বাইরের মানুষও ভোট দিতে পেরেছেন। তাই এটিকে শেষ অবস্থান হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। তবে এটি শেষ মূহর্তে প্রার্থীদের কৌশল নির্ধারণে সাহায্য করবে।

No comments

Powered by Blogger.