হিলারি : কেউ বলছেন নানিমা কারও মুখে তরতাজা বুড়ি

বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় নানামুখী আক্রমণের শিকার হচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এবার বয়স নিয়ে বিপাকে পড়েছেন তিনি। যেন বয়সটাই তার বাধা! ৬৭ বছর বয়সী এই নারীকে বিরোধীরা ‘নানিমা’ বলে ডাকা শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের মতো দেশের নেতৃত্ব দিতে শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। কেননা মার্কিন প্রেসিডেন্টকে বলা যায় ২৪ ঘণ্টাই ব্যস্ত থাকতে হয়। ফ্লোরিডার সিনেটর ৪৩ বছর বয়সী মার্কো রুবিও হিলারিকে ‘অতীতের নেতা’ বলে অভিহিত করেছেন। তবে রাজনীতি বিশ্লেষকদের কেউ কেউ হিলারিকে ‘তরতাজা বুড়ি’ বলে অভিহিত করছেন। হিলারি ক্লিনটনের জীবনীগ্রন্থ ‘হিলারিস চয়েজ’ প্রণেতা গেইল শিহি নিউইয়র্ক ডেইলি নিউজে এ সংক্রান্ত এক নিবন্ধে বলেছেন, লিঙ্গবৈষম্যের পর এবার বয়স বৈষম্যের শিকার হচ্ছেন হিলারি।
শিহির মতে, এখন বয়স আলোচনার বিষয় নয়, প্রাসঙ্গিক হচ্ছে তার সক্ষমতা (এনার্জি)। হিলারির স্মার্ট চলাফেরায় তাকে বয়স্ক নারী হিসেবে মনেও করেন না উল্লেখযোগ্য আমেরিকানরা। পিউ রিসার্চের এক জরিপে জানা গেছে, ৬৯ শতাংশ আমেরিকান মনে করে হিলারির বয়স চল্লিশ থেকে পঞ্চাশ দশকের ঘরে। হিলারির নারী সমর্থকরা বিরোধীদের ‘নানিমা’ সম্বোধনকে ময়লা ছোড়াছুড়ি ও নোংরা আক্রমণ বলে মনে করছেন। বিশ্বব্যাপী দৃষ্টি দিলে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ৬০ বছর বয়সে সমগ্র ইউরোপের প্রতিনিধি হয়ে উঠেছেন। সম্প্রতি নির্বাচিত পৃথিবীর ২২টি দেশের নারী রাষ্ট্রপ্রধানের বয়স ৬০-এর ঘরে। এখন হিলারির বয়স নিয়ে এই বিদ্রুপ হলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ৭৩ বছর বয়সে ১৯৮৪ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হলে সেবার আলোচনায় আসেনি তার বয়স। তবে কি নারী বলেই হিলারির ‘সক্ষমতা’র প্রশ্ন উঠছে? তবে কি যুক্তরাষ্ট্র এখনও লিঙ্গবৈষম্য থেকে বের হতে পারেনি?

No comments

Powered by Blogger.