হিলারির বিরুদ্ধে রিপাবলিকানের নতুন বই ক্লিনটন ক্যাশ

২০১৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াইয়ে নেমেছেন মার্কিন সাবেক ফার্স্ট লেডি ও স্বরাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন। এরই মধ্যে তাকে পেছনে ফেলার তোড়জোড় শুরু করে দিয়েছেন প্রতিদ্বন্দ্বীরা। তার বিরুদ্ধে ব্যবহার করে ফেলেছেন তুরুপের একটি তাসও। বেশ হঠাৎ করেই হিলারি ক্লিনটন ও তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আবারও দেশজুড়ে প্রবল বিতর্ক ও সমালোচনার ঝড়ে পড়তে যাচ্ছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছেÑ খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে একটি নতুন বই প্রকাশ হতে যাচ্ছে, যেখানে তাদের বিরুদ্ধে বিবিধ অভিযোগের তীর লিপিবদ্ধ করা হয়েছে। বইটি প্রকাশের পেছনে রিপাবলিকানদের সংশ্লিষ্টতার বিষয়টি অত্যন্ত প্রকট বলেও জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ক্লিনটন ক্যাশ’ নামের বইটিতে এসব অভিযোগ মূলত ক্লিনটনের আমলে বিদেশী দাতাদের কাছ থেকে গৃহীত অনুদান দিয়ে গঠিত তহবিলের বিষয়ে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বৈরী নজরের তোপে পড়া বিশ্বের অন্যতম পরাশক্তিশালী ও মার্কিন প্রশাসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র রাশিয়ার দাতাদের সঙ্গে ক্লিনটনের সংশ্লিষ্টতার প্রতি ইঙ্গিত করা হয়েছে বইটিতে। বইটি লিখেছেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতিবিদ পিটার শুইজার। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বক্তব্যলেখক ছিলেন এবং রক্ষণশীল রাজনীতির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ক্লিনটন ফাউন্ডেশনে রুশ দাতারা কীভাবে পানির মতো টাকা ঢেলেছেন, সেটাই চিত্রায়িত হয়েছে বইটিতে। এর ফলে ডেমোক্রেট রাজনীতিবিদ হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট পদপ্রার্থিতায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

No comments

Powered by Blogger.